মানুষ আল্লাহর থেকেও কঠিনভাবে মানুষের বিচার করতে চায়।

 

মানুষ মানুষের বিচার আল্লাহর থেকেও কঠিনভাবে করতে চায়


আজকের দুনিয়ায় দেখা যায়—

কোনো মুসলিম যদি সামান্য ভুল করে, সাথে সাথে তাকে বাকা চোখে দেখা হয়।

এক মুহূর্ত দেরি না করে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় – “মুনাফিক”, “কাফির”, “ফাসিক”।


কিন্তু প্রশ্ন হলো – আমরা কি আল্লাহর থেকেও বড় বিচারক?

যে আল্লাহর দয়া আসমান-জমিনের থেকেও বিস্তৃত, যিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি যদি কাউকে সঙ্গে সঙ্গে ফয়সালা না করেন, তাহলে আমরা এত তাড়াহুড়া করি কেন?


রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

👉 “যদি কেউ তার ভাইকে ‘হে কাফির’ বলে ডাকে, আর সে যদি সত্যিই তেমন না হয়, তবে এই (কাফির বলার) কথা তার নিজের ওপর ফিরে আসে।” (সহিহ বুখারি, সহিহ মুসলিম)


তাহলে আমাদের করণীয় কী?

মানুষকে তাদের ভুলের কারণে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নয়, বরং তাদের হাত ধরে সঠিক পথে ফিরিয়ে আনা।

কারণ, বিচারের আসল অধিকার কেবল আল্লাহর।

Comments

Popular posts from this blog

ভাইরালিজম রোগে মানুষ আক্রান্ত

ডাকসুতো কোন নেতৃত্ব প্রয়োজন?

১৩ সেকেন্ডে ১৫ টি আ/ঘাত